জিএমপি‘র গাছা থানা এলাকায় ফ্যানে ঝুলে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা
কামাল হোসেন:
জিএমপি‘র গাছা থানাধীন জাঝর উত্তরপাড়াস্থ ড.শাহিনের বাড়ির ভাড়াটিয়া ফ্যানের সঙ্গে একই ওড়নায় গলায় ফাঁস লাগানো দুজনের মরদেহ উদ্ধার করেছে গাছা থানা পুলিশ।
নিহতরা হলেন-গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেতোয়া গামের মিজানুর রহমানের মেয়ে । স্থানীয় মোটেক সোয়েটার কারখানার মেডিকেল সহকারী লিমা রহমান (২৫) এবং সিলেট সদরের বোরাইয়া এলাকার রঞ্জিত চৌধুরীর ছেলে ও সিগমা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রজত কান্তি চৌধুরী (৩৭)।স্থানীয়রা জানায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,লিমা আক্তার একসময় গাজীপুরে সিগমা ডায়াগনস্টিক সেন্টারে নার্সের চাকরি করতেন। সেখানে চাকরি করা অবস্থায় ডায়াগনস্টিক সেন্টারের মালিক রজত কান্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কের বিষয়ে জানাজানি হলে লিমা চাকরি ছেড়ে দিয়ে গাছা এলাকার মোটেক সোয়েটার কারখানার মেডিকেল সহকারী পদে চাকরি নেন। একমাস আগে লিমা গাজীপুর মহানগরীর জাঝর উত্তরপাড়ার ডা.শাহিন মিয়ার ভাড়া বাসায় ওঠেন। সেখানে রজত কান্তি নিয়মিত তার সঙ্গে দেখা করতে আসতেন।
লিমার ভাড়া বাসার প্রতিবেশীরা জানান,বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কারখানা ছুটির পর লিমা একাই ওই ঘরে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার (৭ জানুয়ারি) কারখানায় সাপ্তাহিক ছুটি থাকায় কেউ তার কোনো খোঁজ নেননি। শনিবার বিকেলে লিমা কারখানায় ডিউটিতে না আসায় কর্তৃপক্ষ দুপুরের দিকে বাসায় লোক পাঠিয়ে খোঁজ খবর নিতে গেলে লিমার বাসার দরজা বন্ধ দেখতে পান। পরে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজায় ধাক্কা দেন। দরজা খুলে গেলে দু,জনকে ফ্যানের সঙ্গে একই ওড়নায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান,মরদেহ দুটি উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।